
মহামারী করোনা ভাইরাসের ছোবলে আহত হয়েছেন চট্টগ্রামের এক রোগী। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। ডা.হাসান বলেন, ‘গত ২৪ ঘন্টায় মোট ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।’ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অভ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে এখন পর্যন্ত মোট ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এর আগে আইসোলেশন থাকা দুইজনের মৃত্যুর মধ্যে কোনো সংক্রমণ পাওয়া যায়নি।