
দক্ষিণ আফ্রিকায় ‘সিগারেট বিক্রি না করায়’ মাদারীপুরের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।নিহত সুবজ গৌড়া (২৫) মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের মোবারক গৌড়ার ছেলে। সবুজের চাচাত বোন পলি আক্তার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর সবুজের রুমমেট নাজমুল ইসলাম নামে এক ব্যক্তি ফোন করে এই খবর দেন।
“ মহামারী করোনাভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকায় অন্য অনেক কিছুর মত সিগারেট ও তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ। সিগারেট বিক্রি না করায় কয়েকজন সবুজকে কুপিয়ে হত্যা করে। এ সময় বশীর ও আকবর নামে আরও দুই বাংলাদেশি আহত হন। আহতদের বাড়ি শরীয়তপুর।”সবুজ সাত-আট মাস আগে দক্ষিণ আফ্রিকায় গেছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। তার খালাত ভাই রাশেদুল ইসলাম শাওন সরকারকে সবুজের লাশ এনে দেওয়ার অনুরোধ করেছেন।