নিউজ ডেস্ক:
এবি টিভির বিশেষ প্রতিনিধি বাকি বিল্লাহ্ চৌধুরী কে চান্দগাঁও থানা পুলিশ কর্তৃক নির্যাতনের অভিযোগ। প্রতিদিনের ন্যায় আজ ও শুক্রুবার ১৭ই এপ্রিল সংবাদ সংগ্রহে বের হয়েছিলেন এবিটিভির বিশেষ প্রতিনিধি বাকি বিল্লাহ চৌধুরী সংবাদ সংগ্রহ শেষে চট্টগ্রামের অস্থায়ী কার্যালয় নতুন চান্দগাঁও থানার মোড় বসুন্ধরা ক্লাবের বিপরীতে এবিটিভির কার্যালয়ের নিচে বাইক থেকে নেমে অবস্থান করেন তিনি সন্ধ্যার পর পরই ।
তিনি বাইক থেকে নামার সাথে সাথেই এক পুলিশ বাইক নিয়ে এসে বলেন, ‘এখানে কি করছিস ভিতরে ঢুক? এমন প্রশ্নের জবাবে সাংবাদিক বাকি বিল্লাহ বলেন আমি একজন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করে আসছি এই বিল্ডিং এর উপরে আমাদের চ্যানেলের অফিস অফিসের চাবি না থাকায় নিচে অবস্থান করতেছি আমাদের অফিস সহকারি চাবি নিয়ে আসতেছে চাবিটা নিয়েই উপরে চলে যাব। তখন উগ্র মেজাজে পুলিশ বলেন, কিসের সাংবাদিক তাংবাদিক এই বলে অতর্কিতভাবে থাপ্পড় ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় মাটি থেকে উঠে ওনার নেম প্লেট দেখতে চাইলেই সাথে সাথে মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্য পালিয়ে যায়।
বিস্তারিত আসিতেছে….