
বিশাল কমিটিতেও বিতর্ক, প্রায় সাত বছর পর আগের ১১ জনের আংশিক কমিটির সঙ্গে আরও ২৭২ জনকে সংযুক্ত করে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও শুরু হয়েছে নানা বিতর্ক ও গুঞ্জন। পদ বি ত হয়েছেন আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বেশ কিছু হেভিওয়েট ছাত্রদল নেতা। তার মধ্যে জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, এস.এম.রুম্মান আজফার, বারিশুল ইসলাম পলাশ, আব্দুল আল সোনা মানিক, শফিকুল ইসলাম স্বপন, নওশাদ, গিয়াস উদ্দিন আবিদ উল্ল্যেখযোগ্য।
এইসব পদ বি ত নেতারা বলছেন এই নতুন কমিটি তাদের রাজনৈতিক পরিচয়ের জন্য ছিল শেষ সুযোগ, আমরা আশা করেছিলাম আমাদের কর্মকান্ডের উপর ভিত্তি করে আমাদের মূল্যায়ন করা হবে কিন্তু দুঃখের বিষয় এই ঢাউস কমিটিতে আছাত্র, চাকুরিজীবি, অন্য ইউনিট থেকে এসে পরিচয় পেলেও, পরিচয় মেলেনি আমাদের। আমরা আশা করি সিনিয়র নেতৃবৃন্দ আমাদের হতাশ করবেন না, আমরা বেশী কিছু তো চাইনি শুধুমাত্র একটি সাংগঠনিক পরিচয় ছাড়া।
অবশ্যই নেতৃবৃন্দ এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক আমদের বিষয়টি পূর্ণবিবেচনা করবেন।নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন আন্দোলন সংগ্রামে থেকে অসংখ্য মামলার আসামী হওয়া ত্যাগী নির্যাতিত ছাত্রনেতাদের বাদ পড়া কোন ভাবেই মেনে নেওয়ার মত নয়, এতে আমরা খুব মর্মাহত, ইনশাআল্লাহ তাদের জন্য আমরা কেন্দ্রে কথা বলেছি খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।