
ছাতক প্রতিনিধি::
ঐতিহ্যবাহী শিল্প শহর ছাতক পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন আগামী বছরের ১৬ জানুয়ারী। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রজ্ঞাপন আকারে ২য় দফা পৌর নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়েছে। ২ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার সাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রির্টার্নিং অফিসার বা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন যাচাই-বাচাই ২২ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীতা প্রতাহার ২৯ ডিসেম্বর এবং ১৬ জানুয়ারী ভোট গ্রহন।