
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে আজ বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টার সময় মোঃ তাসিন বয়স (২৪ দিন) নামে এক নবজাজতক শিশু চুরি হয়ে গিয়েছে।মোঃ তাসিন শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম ও জান্নাতুল খাতুন দম্পত্তির ছেলে সন্তান।মোঃ তাসিনের পিতা আশরাফুল ইসলাম জানান, নাম ঠিকানা না জানা এক অপরিচিতা মহিলা ১৫ দিন আগে তাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দিবে বলে প্রলোভন দেখায়, সেই অনুযায়ী অপরিচিতা সেই মহিলা আজ আশরাফুলের বাসায় গিয়ে আজকেই ১০,০০০ হাজার টাকা দিবে বলে মোঃ তাসিনের মাতা ও দাদাকে বাগআঁচড়া বাজারে নিয়ে আসে।
এক পর্যায়ে উভয়ে নাস্তা করার জন্য বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে প্রবেশ করলে অপরিচিতা মহিলা তাসিনের মাতা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে নাস্তা করায় এবং মোঃ তাসিনকে নিজের কাছে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পালিয়ে যায়।ঘটনার সাথে সাথে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্তে নামেন, তবে এখনও পর্যন্ত বাচ্চাটির কোন সন্ধান মেলেনি।সন্তানকে হারিয়ে মোঃ তাসিনের মা শোকে বিহ্বল হয়ে বার মূর্ছা যাচ্ছে।