
করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ পরিবার সমূহকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আ.জ.ম নাছির উদ্দিন কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী অদ্য-০৯ আগস্ট সোমবার সকাল ১০ ঘটিকায় ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কার্যলয়ে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করেন দেওয়ান বাজার ওয়ার্ড এর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী। সাবেক কাউন্সিলর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ পেয়ার মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. মুহিবুল্লাহ চৌধুরী,
ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুফিয়ান সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল হারুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবদুল্লা আল মামুন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছসেবকলীগের সংগঠক ইকবাল বাহার চৌধুরী, চসিক ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড সচিব মোতাহের হোসেন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আয়ামীলীগের ও যুবলীগের নেত্রীবৃন্দ মো: জহির উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, মোঃ শহীদ, আলোড়ন বিশ^াস ফ্লাওয়ার, হিমেল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন বর্তমান করোনার মহামারীর দুর্র্যোগপূর্ণ অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর সহযোগিতায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যা মানবতার বিরল দৃষ্টান্ত, সাথে সাথে সরকার দলীয় প্রতিনিধিরাও ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর সহযোগিতায় সচেস্ট রয়েছেন, তার উদাহারন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আ.জ.ম নাছির উদ্দিন ।
অতীতে যখনি কোন দুর্যোগ এসেছে ঠিক তখনি চট্টগ্রামের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আ.জ.ম নাছির উদ্দিন সবসময় এই চট্টলার মানুষের পাশে দাড়িয়েছেন এবং সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় মহামারীর দুর্র্যোগপূণ পরিস্থিতে শুরু থেকে আজ পর্যন্ত ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছেন। উনার এই উদ্যেগ সত্যিই প্রশংসনীয় এবং মানবীকতার বহিঃপ্রকাশ। উনার এই উদ্যেগকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ যাপন করি এবং সৃষ্টি কর্তার নিকট তার জন্য দোয়া প্রার্থনা করি। সেই সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য আকুল আবেদন জানাই।