
মোঃ তাজুল ইসলাম মিয়াজী:প্রবাসী ডেস্কঃ
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে বাংলা প্রেসক্লাব, সাউথ আফ্রিকা। জোহানেসবার্গের মেফেয়ারে স্ট্যাটাস রেস্টুরেন্টে এই অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস. এইচ. মোহাম্মদ মোশাররফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ প্রবাসী মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া।
অনুষ্ঠান শুরুতে কুরআন তেলাওয়াত ও সম্মিলিত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অফিস সম্পাদক আব্দুল মুনিম মুন্না।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাসেল এবং কোষাধ্যক্ষ নোমান মাহমুদ।
আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক, সাউথইস্ট এক্সচেঞ্জের কান্ট্রিহেড ও ম্যানেজার কাজী ফরহাদ কামাল, দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল সোহেল, জোহানেসবার্গ বিএনপির সভাপতি নুরুল আলম খোকন, ইসলামিক ফোরাম অব আফ্রিকার সাবেক সভাপতি মোশাররফ হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি কামাল উদ্দিন, বাংলাদেশ মুসলিম সোসাইটির মহাসচিব মুফতি খলিলুর রহমান, বাংলাদেশ বুড্ডিষ্ট কমিউনিটির সভাপতি বাবুল বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি শৈবাল বড়ুয়া ও আমরা বাংলাদেশীর সমন্বয়ক ইব্রাহীম সোহাগ।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ হিমেল, সাইফুল ইসলাম রনি, মোঃ শরিফ উদ্দিন, আমিরুল ইসলাম ও আরিফুর রহমান দিলু।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনার কথা যথাযথ ভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। পাশাপাশি সমাজে যারা নামে বেনামে বিভিন্ন পেজের মাধ্যমে সমাজ ও জাতিকে হেয় করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।