ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে বিএনপি’র ৮জন নেতাকর্মী সমর্থকসহ বিভিন্ন মামলায় মোট ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(২২ ডিসেম্বর) দিনগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
লালমনিরহাট জেলা পুলিশের কন্ট্রোল রুম জানান, জেলার ৫টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮জন বিএনপি নেতাকর্মী ও নিয়মিত বিভিন্ন মামলায় ১২জনকে গ্রেফতার করেছে। গত বছরের বিজয় দিবসের র্যালীতে বিএনপি অওয়ামীলীগের হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় সদর থানায় দায়ের করা মামলা এবং বিভিন্ন নাশকতার মামলায় বিএনপি’র ৮ নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার দেখানো হয়েছে।