
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিদিধি;
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাঁচপোটল ডিগ্রি কলেজে দুই শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার কয়েকজন শিক্ষার্থীর ফরম পূরণ করতে না দেওয়ায় এ ঘটনা ঘটে এমনটা জানাযায়।
পাঁচপোটল ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীরা জানান, টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেননি এমন কয়েকজন অনিয়মিত ছাত্রকে বিনা টাকায় ফরম পূরণ করানোর জন্য চাপ দেয় কামুরজ্জামান ও লেলিনসহ কয়েকজন। কিন্তু বোর্ডের নিয়মানুযায়ী তাদের ফরম পূরণে সুযোগ না থাকায় অনুরোধ রক্ষা করতে পারেনি ইতিহাস বিভাগের আব্দুল হামিদ এবং রসায়ন বিভাগের মেজবাহ উদ্দীন ।এতে ক্ষুব্ধ হয়ে ওই দুই নামধারী নেতার নেতৃত্বে ৮/১০জন সংঘবদ্ধ হয়ে শিক্ষকদের লাঞ্ছিত করে। পরে ধনবাড়ী থানা পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
পাঁচপোটল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,ছাএরা শিক্ষক লাঞ্চিত করে এমন ঘটনার পর শিক্ষকের মরে যাওয়াই ভালো।যাদেরকে আদব কায়দা শিক্ষাই তারা আমাদের উপর হাত তুলে এর চেয়ে লজ্জার কি আছে।আমি এর প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।