
আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
নারী ও শিশু সহ ওরা ৩১ জন সকলেই রোহিঙ্গা নাগরিক।
অবস্থান করছে বাংলাদেশ ও ভারত দুই দেশের শূণ্যরেখায়, খোলা আকাশের নিচে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে ঢুকানোর চেস্টা করছে। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা। পাশাপাশি অত্যন্ত
সতর্কিত আর আতঙ্কিতাবস্থায় রয়েছেন স্থানীয় গ্রামবাসী। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী সীমান্ত এলাকায়। সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম.এ
মান্নান জাহাঙ্গীর শনিবার রাতে সাংবাদিকদের জানান, দিনের আলোতে তাদেরকে সীমান্তে ভারতীয় অংশে অবস্থান করতে দেখা গেলেও ‘শনিবার (১৯ জানুয়ারী) রাত থেকে কসবা কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী
বাহিনী (বিএসএফ)। ইউপি চেয়ারম্যান আরো জানান, বর্তমানে রোহিঙ্গা সদস্যরা দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এই ঘটনায় সর্তক অবস্থানে রয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসী। স্থানীয় ইউপি সদস্যদের
(মেম্বার) মাধ্যমে এলাকাবাসীকে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে। কোনোক্রমেই যেন রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ না করতে পারে, সেজন্যে বিজিবির পক্ষ থেকে সীমান্তে সতর্কতা এবং নজরদারি বাড়ানো হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার দিবাগত রাত পৌনে দুই’টা)
সীমান্তে দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নীচে শিশু সহ রোহিঙ্গা নারী ও পুুরুষেরা অবস্থান করছিলেন বলে মুঠোফোনে স্থানীয় একাধিক ব্যক্তির কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে। রোহিঙ্গাদের ভারত-বাংলাদেশের শূণ্যরেখায় অবস্থান সম্পর্কে বিজিবি ২৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর
মো. শফিক স্থানীয় সাংবাদিকদেরকে জানান, ‘আমরা মনে করছি সীমান্তের ভারতীয় অংশের জমিতে অবস্থানকারীরা ভারতীয় নাগরিক। ভারতীয় বিএসএফ সেখানকার সীমান্তাংশের রোহিঙ্গাদের সীমান্ত এলাকায় জড়ো করে। তারা রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে।
রোহিঙ্গারা কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের শূণ্যরেখায় খোলা আকাশের নিচে আবস্থান করছে। এই অবস্থানকারীরা আসলেই কারা, সেটি বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠকের পরই তাদের সম্পর্কে জানা যাবে। এ অবস্থায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। পাশাপাশি
সীমান্তে বিজিবি’র সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।’এদিকে বাংলাদেশ ভারত সীমান্তের ২০২৯/৩/এস পিলারের সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অপরদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং সীমান্তের মাঝখানে ভারতীয় অংশের জমিতে রোহিঙ্গারা অবস্থান
করার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্কগ্রস্থতা। বিজিবি’র পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও রয়েছে সতর্ক অবস্থানে। কোনো ক্রমেই রোহিঙ্গারা যেনো বাংলাদেশে প্রবেশ করতে না পারে প্রতিটি সীমান্তে সর্তকর্তা জারি করা হয়েছে।