
আরিফুল ইসলাম সুমন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে।।
শনিবার (২ ফেব্রুয়ারি) থেকে এসএসসি পরীক্ষা শুরু। তাইতো পরীক্ষার প্রস্তুতি হিসেবে পড়ালেখায় ব্যস্ত শিক্ষার্থীরা। ছেলে-মেয়ের পরীক্ষা নিয়ে অভিভাবকেরাও উদ্বিগ্ন। এরমধ্যে বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) দিবাগত রাত অনুমান নয়’টার দিকে সরাইল উপজেলার কালীকচ্ছ মধ্যপাড়া গ্রামে রৌশন আলীর বাড়িতে (মুচিবাড়ী সংলগ্ন) উচ্চ বাদ্যযন্ত্রে ও মাইকের বিকট শব্দে শুরু হয় গান-বাজনা। এতে আশপাশ এলাকার এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখায় চরম ব্যাঘাত সৃষ্টি হয়। একদিন পর সন্তানদের পরীক্ষা, বিষয়টিতে বিপাকে পড়ে যান অভিভাবকেরা। স্থানীয় চেস্টায় বিষয়টি সমাধান
না হওয়ায়, গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এই বিষয়ে সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়ার কাছে সহযোগিতা চাওয়া হয়। রাত সাড়ে বার’টার দিকে পুলিশএসে এই গান-বাজনা বন্ধ করে। এতে অভিভাবকেরা পুলিশকে ধন্যবাদ জানান।কিন্তু পুলিশ ফিরে যাবার পর পুনরায় এই গান-বাজনা শুরু হয়। বিষয়টি নিয়ে নানা মহলে রাতেই সমালোচনা শুরু হয়। স্থানীয় একাধিক ব্যক্তি মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, একজন নেতার ফোনে ও যেইসব পুলিশ সদস্য এই গানের আসরে এসেছিল তাদের অ্যাপায়ন ব্যবস্থার কারণে, আগের চেয়ে
উচ্চস্বরে এখানে গান-বাজনা চলছে। ওসি সাহেব হয়তো এখন ঘুমিয়ে পড়েছেন, অসহনীয় শব্দ দূষণে চোখে ঘুম নেই আমাদের। বিপাকে পড়েছে আমাদের সন্তানেরা, বিশেষ করে যাদের শনিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে মুঠোফোনে ও ম্যাসেঞ্জারে লিখে আক্ষেপ করে এ কথা জানান, অভিভাবক অহিদুজ্জামান লস্কর, সফিক খন্দকার, বিশ্বজিৎ দাস গুপ্ত, হেলাল মিয়া সহ অনেকে।