
মোঃ তাজুল ইসলাম মিয়াজী: ওমান প্রতিনিধি
ওমান থেকে গত এক সাপ্তাহে ৫০০ শ্রমিককে দেশে পাঠিয়েছে, ওমান আটক অবৈধ শ্রমিক।
ওমানে প্রায় ১২০০ জন অবৈধ expat কর্মীকে গ্রেফতার করা হয়েছে, জনশক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
ওমান মন্ত্রণালয় জানায়, “নর্থন শারকিয়ায় জনশক্তি অধিদফতরের মহাপরিচালক, যৌথ পরিদর্শন দলের প্রতিনিধিত্ব করেন, একটি পরিদর্শন প্রচারণা চালায়। এর ফলে শ্রম আইনের লঙ্ঘনের জন্য ১২০০ শ্রমিককে গ্রেপ্তার করা হয়।এতে বিভিন্ন সাজা পাপ্ত আসামি দের, বিভিন্ন মেয়াদে সাজা পাপ্ত আসামিদের এক সাপ্তাহে ৫০০ জন শ্রমিক কে দেশে পাঠিয়েছে দেশটির সরকার।