ইন্টারন্যাশনাল ডেস্ক
আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে মোঃ তাজুল ইসলাম মিয়াজীরকে সদ্যস করেছে ওমান প্রেসক্লাব, গত ২৮ জানুয়ারি বিভিন্ন নিউজ অনলাইন ও স্যাটেলাইট টেলিভিশন নিউজ দেখে এবং ভালো নিউজ করায়, dmc ওমান প্রেসক্লাবের সদস্য করেছে dmc প্রেসক্লাবের সভাপতি, গত কাল সকাল ১০ টায় দিগে মোঃ তাজুল ইসলাম মিয়াজীকে সদস্য করেন ওমান প্রেসক্লাব।
এতে উপস্থিত চিলেন dmc ওমান প্রতিনিধি আবু ছতার, ও মোসেন আলী, ও ওমান প্রেসক্লাবে সদস্য বিন্দুরা, ও ওমান বাংলাদেশী ব্যবসায়ী বিন্দুরা,মোঃ তাজুল ইসলাম মিয়াজীর প্রকাশিত নিউজ, যা
দেখে dmc প্রেসক্লাব ও ওমান প্রেসক্লাবের সদস্য করে, প্রকাশিত নিউজ, ওমান প্রবাসী বাংলাদেশীদের সুখ দুঃখে কথা তুলে দরায়,
মোঃ তাজুল ইসালাম মিয়াজীর প্রতিনিধি থাকায়, নিউজ সংগ্রহ করে নিউজ প্রকাশ করে হয়,
মুভি বাংলা টেলিভিশন, বিডিটুসডে ডেস্ক, নতুন কুমিল্লা, সিএনএন বিডি২৪.কম, অজানা বাংলাদেশ, দৈনিক ৭১ বাংলাদেশ সহ,
এতে বিভিন্ন চ্যানেল গুলোতে নিউজ প্রকাশ হয়, তাকে dmc ওমান প্রেসক্লাবের ও ওমান প্রেসক্লাব সদস্য করে, dmc প্রেস ক্লাবের সভাপতি, এতে সহ যোগিতা করেন dmc প্রেসক্লাবের কর্মরত বাংলাদেশী এনায়েত উল্লাহ। এবং মোঃ তাজুল মিয়াজী দেশ এবং বিদেশ সবাই কাছে দোয়া চেয়েছে যাতে সত্যতা সাথে সত্য নিউজ গুলো তুলে দরতে পারে, এতে ওমান প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা প্রবাসীদের সুখ দুঃখে কথা প্রকাশ ও তুলে দরায়,
মোঃ তাজুল ইসলাম মিয়াজীকে অভিনন্দন জানিয়েছেন, ও প্রকাশিত চ্যানেলের সম্পাদক ও প্রকাশ, এবং চ্যানেলের কর্মরত সবাইর প্রতি কৃর্তকতা প্রকাশ করেছেন।