
লালমনিরহাট প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এর ভোট গ্রহন চলছে। আজ সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয় যা চলবে বিকাল ৪ টা প্রযন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্র গুলোতে নারী ভোটারের উপস্থিতি লক্ষনীয়। প্রথম ধাপের আজকের নির্বাচনে কালীগঞ্জ উপজেলায় মোট ৭৪ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।কালীগঞ্জ উপজেলায় এখন প্রযন্ত কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটেনি সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করে ভোটারগন নিজ নিজ কেন্দ্র ত্যাগ করছেন আগ্রহের সাথে।উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কালীগঞ্জে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত বর্তমান উপজেলা
চেয়ারম্যান মাহবুবজ্জামান আহমেদ তার নিজ কেন্দ্র মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান তিনি।কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মাহবুবুজ্জামান আহমেদ (নৌকা), শাহ সুলতান নাসির উদ্দিন আহাম্মেদ নাহিদ (লাঙ্গল), মোঃ আশরাফ আলী (মিনার)। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল লতিফ (টিয়া পাখি), শাহজাহান প্রামানিক (টিউবওয়েল), অধ্যক্ষ কমল কৃষ্ণ (তালা) । মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফিরোজ বেগম (কলস), নাজনীন রহমান (হাঁস),
চায়না বেগম (হাতুড়ী), লাভলী বেগম (পদ্মফুল), সাবিনা বেগম (ফুটবল), সাহিদা আক্তার (প্রজাপতি)প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা গিয়েছে রিপোর্ট লেখা প্রযন্ত কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের উপস্থিতি খুবি কম।প্রায় সকল কেন্দ্রে প্রার্থীদের নিযুক্ত এজেন্টগন কেন্দ্রের ভিতরে অবস্থান করছেন।নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কালীগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা ফারুক আহমেদ এর সাথে কথা হনে তিনি জানান কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এখন প্রযন্ত কোন অপৃতিকর ঘটনা ঘটেনি এবং ঘটবেনা বলেও আশাবাদি। তিনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপর এবং সজাগের কথা তুলে ধরেন।