
সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকলে হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা।শনিবার (৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’ আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান বিশেষজ্ঞরা। বক্তারা বলেন, নগরীর
জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে ৭’শ কোটি টাকার কাজ হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন না হওয়ায় আগামী বর্ষাতেও নগরবাসীর দুর্ভোগ পোহাতে হবে বলে অভিযোগ করেন বক্তারা।