
আপনার কি বিশ্বাস হয় এমন একটি গ্রামের মানুষের ঘুম ভাঙে ৬ দিন পরে ঘুমের ঘোরে থাকে ৬ দিনযেন এক ভূতুড়ে গ্রাম। কাণ্ড শুনলে অবাক না হয়ে পারবে না। একবার ঘুমিয়ে পড়লে, সেই ঘুম ভাঙে ৬ দিন পর। অথচ চার বছর আগেও এমনটা ছিল না। তাদের স্বাভাবিকই ছিল কাজাখস্তানের এই কালাচি গ্রামের জনজীবন।কাজাখস্তানের রাজধানী আস্তানা
থেকে ৩০০ মাইল দূরের একটি গ্রামে ঘুমের ঘটনার কথা জানা যায় গত ২০১৩ সাল থেকে। যে ৬ দিন এই গ্রামের বাসিন্দারা ঘুমান, সেই ছয়দিনে ক্ষুধা, তৃষ্ণা বা অন্য কোনও জৈবিক চাহিদাও পূরণ করেন না।তারা তবে ঘুম ভাঙার পর নাকি তাদের কিছুই মনে থাকে না। তবে গ্রামের সবাই যে ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়েন এমনটা কিন্তু নয়। মূলত শিশুরাই
এই ঘুমের কবলে পড়েন। বাদ পরে না কয়েকজন প্রাপ্ত বয়স্কও। প্রাপ্ত বয়স্করাও এমন ঘুমে ঘুমান তবে এ গ্রামে থাকেন ৬৮০ জন বাসিন্দা। এর মধ্যে এই বিচিত্র ঘুমের কবলে পড়েছেন ১৪১ জন। ঘুম থেকে ওঠার পর তারা মাথা ব্যথা, গা ব্যথা বমিভাব ও দৃষ্টি বিভ্রমেরও শিকার হন। তারা এক বাসিন্দা ভেরা কোলেসনিচেনকো বলেছেন, ‘আমার মেয়ে ছয়দিন
ঘুমিয়ে ওঠে আমাকে প্রশ্ন করেছিল, মা তোমার চোখ তিনটি কেন?’ তিনি ভয়ের চোটে গ্রাম থেকে মেয়েকে নিয়ে পালিয়ে যান ভেরা। গ্রামের কাছেই একটি ইউরেনিয়ামের খনি আছে। সেই খনি তাখার কারণেও হতে পারে বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরাবিজ্ঞানীরা মনে করছেন, ওই খনির থেকে তেজস্ক্রিয়তার কারণেই এমনটা ঘটে পারে বলে মনে করেন