
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র নিব নিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল আলম দোভাষ আজ সকালে প্রথমে তাঁর পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মরহুম এম জানে আলম দোভাষের কবর জিয়ারত শেষে নগরীর বিভিন্ন স্থানে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি প্রয়াত জননেতাদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন এবং মুনাজাত শেষে প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আজ সকালে তাঁর প্রয়াত পিতা মরহুম এম জানে আলম দোভাষসহ মরহুম এম এ আজিজ, মরহুম
জহুর আহমদ চৌধুরী, মরহুম এম এ হান্নান, মরহুম এম.এ মান্নান, মরহুম সিরাজুল হক মিয়া, মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক দানুর কবর জিয়ারতকালে তিনি সেখানে কিছুক্ষণ নীরব মুহুর্ত কাটান। এছাড়া তিনি হলিশহরে হাফেজ মুনির উদ্দীন (র.) এর কবর জিয়ারত করেন। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও নব নিযুক্ত সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব এম জহিরুল আলম দোভাষের সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি, চট্টগ্রাম
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক
চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো: হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, শ্রম সম্পাদক আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য আবুল মনসুর, থানা আওয়ামী লীগের রেজাউল্লাহ কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের রফিকুল হোসেন বাচ্চু, হাফিজ উদ্দিন আনসারী, রেজাউল্লাহ খোকন, মো: ইলিয়াছ, মাঈনুদ্দিন মো: রাশেদ, শাওন ঘোষ প্রমুখ।