
তরিকত ভিত্তিক আধ্যাত্মিক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জম্ইয়াতে হিয্বুল্লাহ চট্টগ্রাম জেলার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নগরীর দামপাড়াস্থ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ হতে এক মনোজ্ঞ র্যালী বের করা হয়। র্যালীটি কাজীর দেউরী, জামাল খান, লাভ লেইন হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ছাত্র হিয্বুল্লাহ’র সিনিয়র সভাপতি মাওলানা মুহাম্মদ আবু জাফর, যুব হিয্বুল্লাহ’র যুগ্ম সম্পাদক মাওলানা সালাউদ্দিন,
জমাইয়াতে হিয্বুল্লাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ নেছারুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান খাঁন, মুহাম্মদ জাহেদুল হাসান খাঁনসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা রমজানের পবিত্রতা রক্ষার্থে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধ, যে কোনো ধরনের অশ্লিলতা পরিহার এবং দিনের বেলা খাবার হোটেলগুলো বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোড় দাবি জানান।