
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর ডেকোরেটার্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদ্যাপন উপলক্ষে গত ১লা মে নগরীর রীমা কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, যে কোন সেক্টর মালিক শ্রমিক মিলে মিশে কোন কাজ করলে সে কাজে অবশ্যই সফলতা আসে। ডেকোরেটার্স বর্তমানে একটি শিল্প চট্টগ্রামে যে পরিমাণ ডেকোরেটার্স রয়েছে রাজধানী ঢাকায়ও তা পরিলক্ষিত হয়নি। চট্টগ্রামে এ শিল্পের মাধ্যমে অনেক শ্রমিক কর্মচারী
তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ করে। তিনি কাজের সময় শ্রমিকদেরকে ঝুঁকি এড়িয়ে কাজে মনোনিবেশ করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, বর্তমান সময়ে অতীতের মতো শ্রমিকদেরকে তেমন জুলুম নির্যাতন সহ্য করতে হয়না। বর্তমান সরকার শ্রমিকদের যে কোন ন্যার্য্য দাবী আদায়ে অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়গুলো দেখভাল করছেন। তিনি শ্রমিকদের পাওনা আদায়ে কোন রকমের ভোগান্তি যেন না হয় সেটি খেয়াল রাখার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।
সংগঠনের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা সভাপতি ও এফবিসিসিআই (জিবি) মেম্বার আলহাজ্ব সালেহ আহমেদ সুলেমান, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি হাজী মো: সাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজেদুল আলম চৌধুরী মিল্টন, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের প্রতিনিধি বোরহান উদ্দিন, বায়েজীদ থানা মানবাধিকার চেয়ারম্যান আতিক উল্লাহ খান, জাতীয় শ্রমিক ফেডারেশন নেতা মো: কবির আহমেদ, সংগঠনের উপদেষ্টা আবদুর রশিদ, সংগঠনের সাধারণ
সম্পাদক মিজানুর রহমান শামীম, সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম, এস এম বাবুল চৌধুরী, সাবেক সভাপতি ফরিদ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী শ্রমজীবি মানুষের স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যুকে যথাযথ গুরুত্ব দিয়ে উপলদ্ধি ও কল্যাণমুখী সমাধানের পথ খুঁজে বের করতে স্ব স্ব দেশের সরকার ও মালিক
কর্তৃপক্ষকে জোড়ালো ভূমিকা রাখা প্রয়োজন। বর্তমান সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক হলেও কোন কোন ক্ষেত্রে অনেক সময় শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার থেকে বি ত হয়। শ্রমিক নেতারা বলেন, কোন ভাবেই যেন কোন শ্রমিক তার ন্যায্য অধিকার থেকে বি ত না হয় সে দিকে মালিকদের খেয়াল রাখতে হবে।