
ছাতক প্রতিনিধি:
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীর সাথে নির্বাচনের ৩য় বছরপুর্তি উপলক্ষে আব্দুল আলিম মেম্বারের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল আজ ১১ই রামাদ্বান ২নং ওয়ার্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন- ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আলিম মেম্বার সততা ও নিষ্ঠার সাথে ওয়ার্ডবাসীর খেদমতে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছেন। ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আব্দুল আলিম মেম্বার বলেন-আমি ওয়ার্ডবাসীর ভালবাসা ও সহযোগিতায় একবার মেম্বার নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করে আসছি।আমার কাজের মূল্যায়ন
ওয়ার্ডবাসীরাই করবেন। আমি ওয়ার্ডবাসীর নির্দেশনা মেনে চলতে আমার সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ। দীর্ঘ ২বছর পরে আমার ৩য় বছর পুর্তিহয়েছে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুবাদে এই ওয়ার্ডের জনগণের সাথে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। আমি অতীতের ন্যায় এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে দৃঢ় অঙ্গিকারাবদ্ধ। ওয়ার্ডবাসীর নির্দেশনায় আমি যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।২নং ওয়ার্ডের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী ইশাদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে উপস্তিত ছিলেন- সাংবাদিক ফখরুল হোসেন,
আছাদ মিয়া, আসদ আলী, আব্দুল হান্নান, মাসুক মিয়া, লতিবুর রহমান, ইছুব আলী, তাজুল ইসলাম, শহিদুউল্লাহ, ছায়াদ মিয়া, মুজ্জজাম্মীল আলী, আনোয়ার হোসেন, তেরাব আলী, বাদশা মিয়া, দিলোয়ার হোসেন, সোয়েব আহমদ, রিপন আহমদ, বশির আলি, আব্দুর রব, আব্দুল হক, সিরাজ মিয়া, ইলিয়াছ আলীসহ প্রমুখ।