নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ১ জনের মৃত্যু হয়েছে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণের দক্ষিণ অংশে অস্থায়ী প্যান্ডেল ভেঙে একজন মুসল্লি নিহত হয়েছে এবং ২০ জন আহত হয়েছে।জ্যৈষ্ঠের শুরুতে তীব্র কালবৈশাখী বয়ে গেল রাজধানীতে, যাতে অন্তত একজনের মৃত্যুর খবর জানা যায়। তবে পরে কালবৈশাখী ঝড় থেমেছে তবে বৃষ্টি হয় ঢাকাসহ সারা দেশে আজ শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে ঝড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তারাবির নামাজের জন্য অস্থায়ী প্যান্ডেল করে ছিল মসজিদ কমিটি পরে আজ
শুক্রবার কালবৈশাখী ঋড়ে ভেঙে পড়ে প্যান্ডেল এতে একজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।সন্ধ্যায় ঢাকা ছাড়াও রাজশাহী ও বগুড়ায়ও ঝড় হয়েছে। ওই দুই জায়গায় ঝড়ে ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি। এছাড়াও চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা তাপপ্রবাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ের তীব্রতা ছিল বেশি। থাই জ্যৈষ্ঠের শুরুতে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বয়ে গেল তীব্র কালবৈশাখী, ঝড়ে মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত হয়।আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম
বলেন সন্ধ্যা ৭টা ২ মিনিটে ঢাকায় ৬৫ কিলোমিটার বেগে কালবৈশাখী ঋড় বয়ে যায়। তবে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঝড়ের গতিবেগ ছিল ৯৩ কিলোমিটার, এটাই ছিল ঢাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ। এর আগে সকালে রংপুরে ৬৭ কিলোমিটার বেগে কালবৈশাখী ঋড় বয়ে যায়। বৃষ্টিও ঝরে সেখানে।বায়তুল মোকাররমে হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।নিহতের
নাম শফিকুল ইসলাম (৩৬)। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই বাচ্চু বলেন, “ইফতারের পরে নামাজ পড়ার জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ঝড়ের কবলে পড়ে হতাহতের এ ঘটনা ঘটেছে।”পরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাসেল সিকদার জানান, সন্ধ্যার তীব্র কালবৈশাখী ঝড়ে বায়তুল মোকারম মসজিদ প্রাঙ্গণের দক্ষিণ অংশে স্থাপিত অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ে হতাহতের ওই ঘটনা ঘটেছে। এছাড়া ঝড়ে কয়েক জায়গায় গাছ উপড়ে গেছে।তারাবি নামাজের জন্য করা প্যান্ডেল আবহাওয়াবিদ শাহীনুল
ইসলাম বলেন কালবৈশাখী ঝড়ে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলছে বলে জানান তিনি।এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।রাত ৯ টার পরে সারা দেশে বৃষ্টি হয়