
জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি।
বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে ভারত গামনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের জন্য ফ্রী ইফতারের ব্যবস্থা করেছেন বেনাপোল কাস্টমস হাউস। এবার রোজায় উন্নত মানের ইফতারের ব্যবস্থা করায় হতবাক করেছে পাসপোর্ট যাত্রীদের।কাস্টমস এর ইতিহাসে কোন চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের জণ্য এ ধরনের গনহারে ইফতার বিতরন করার ব্যবস্থা দৃস্টান্ত স্থাপন করেছে। ভাবমূর্তি উজ্জল হয়েছে সরকারের। ভারত ও বাংলাদেশে এ নিয়ে রীতিমত প্রশংসার দৃস্টান্ত স্থাপিত হয়েছে। বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী বেনাপোলে যোগদানের পরপরই
এ ধরনের উদ্যোগ যেমনি প্রশংসীত হয়েছে। তেমনি উপকৃত হয়েছেন মানুষ।দেশ বিদেশে কাস্টমস এর সুনাম অর্জিত হয়েছে। প্রতিদিন ভারত থেকে আসা শতশত পাসপোর্ট যাত্রী কাস্টমস এর এ ধরনের মহতী সেবা গ্রহন করছেন। চট্রগ্রামের মিরসরাইয়ের আলাউদ্দিন বেপারী (৫৫) চেন্নাই থেকে ফিরছিলেন। ছত্রিশ ঘন্টার ভ্রমনক্লান্ত যাত্রী তিনি। এক ঘন্টা আগেও অনিশ্চিত ছিলেন এ বেলায় সীমান্ত পার হতে পারবেন কি-না। চেকপোস্টে ঢুকেই হাতে কাস্টমস এর ইফতারের প্যাকেট! পরিশ্রান্ত যাত্রী বিস্মিত হয়ছেন! খুশীটা অভিব্যক্তিতে স্পষ্ট। বললেন, ইফতার নিয়ে বেশী চিন্তিত
ছিলাম। আল্লাহ মহান। আরো কিছু বললেন নিচু স্বরে। হয়তো প্রার্থনা, হয়তো শুকরিয়া। যাবার আগে কাস্টমস এর কর্মকতাদের ধন্যবাদ দিলেন।বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী বলেন, রোজায় দেশী বিদেশী পাসপোর্ট যাত্রীদের ইফতার করাতে পেয়ে গোটা কাস্টমস হাউস গর্বিত । দু দেশের কাস্টমস ও সরকারের ভাবমূর্তি উজ্জল হয়েছে। আমার এ ধরনের আরো দৃস্টান্ত স্তাপন করতে চাই।