
আল ওমায়ের
আন-নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হতদরিদ্র ও পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দরিদ্র শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক উদ্যোগও প্রয়োজন হতদরিদ্র ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে আন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজ ৩০ মে বৃহস্পতিবার দুপুরে নাজিরপাড়া তুলা ফ্যাক্টরী সংলগ্ন চত্বরে আগাম ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি শাফায়াত জাহিন অন্তরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নাজিরপাড়া সমাজ পরিচালনা কমিটির সর্দার মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ বখতিয়ার উদ্দীন, ট্যাক্স ইনস্পেক্টর মুহাম্মদ শাহাদাত হোসেন তানভীর,মুহাম্মদ আনোয়ার হোসেন।
প্রধান বক্তা ছিলেন আন নূর ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মিজানুর রহমান। বিশেষ বক্তা ছিলেন আন নূর ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক সৈয়দ মুহাম্মদ রেজা জামী। প্রধান অতিথির বক্ত্যবে আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, প্রত্যেক শিশুরই নিরাপদ ও আনন্দময় শৈশবের অধিকার আছে। কিন্তু রাষ্ট্রীয় ভাবে উদ্যোগের অভাবের কারণে অনেক শিশুরই মৌলিক চাহিদা পর্যন্ত পূরণ হয় না। অনেক শিশুর ঈদ কাটে কান্নাভেজা চোখে।
দরিদ্র শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক উদ্যোগেরও প্রয়োজন। তিনি আন নূর ফাউন্ডেশনের প্রশংসা করে বলেন, এভাবে দেশের তরুণ প্রজন্ম সমাজসেবায় এগিয়ে আসলে দেশের একটি শিশুও ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। তিনি এ ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করার নির্দেশনাও দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিওও সৈয়দ নাফী, আব্দর রহিম ফরহাদ,কাজী মুহাম্মদ ইমদাদ, মুহাম্মদ সাঈদ রিজবী, সৈয়দ আহমেদ রেজা, আকবর হোসেন সোরেজা,মুহাম্মদ সাকিব,মুহাম্মদ ফাহিম, মুহাম্মদ হাসান,মুহাম্মদ সাইমন, মুহাম্মদ নাজিম,মুহাম্মদ শহিদুল্লাহ,আব্দুল করিম,কফিল উদ্দীন,মুহাম্মদ রিদুয়ান,মুহাম্মদ মারজুক,মুন্না, ফুরকান প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ১০০ জন হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।