
নির্মল পরিবেশ রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বৃক্ষরোপন অভিযান চট্টগ্রাম মহানগর দক্ষিণধীন কোতোয়ালী থানা শাখার বৃক্ষরোপন কর্মসূচী’১৯, অদ্য ২৭ জুন বৃহস্পতিবার সকালে নগরীর আন্দরকিল্লাস্থ জেনারেল হাসপাতাল চত্বরে নতুন চারার নতুন ভাষা বৃক্ষ জাগায় সবার আশা” এই স্লোগানকে নিয়ে বৃক্ষরোপন অভিযান ছাত্রসেনা কোতোয়ালী সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ খোবাইব।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলাম ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ অর্থ সম্পাদক ছাত্রনেতা সৈয়দ মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন মাসুম। কোতোয়ালী থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর রায়হান চৌধুরীর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ছাত্রসেনা কোতোয়ালী থানা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মঈনুদ্দিন মোরশেদ, সাংগঠনিক সম্পাদক আতাউল মোস্তফা জামশেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুর রহমান সাব্বির প্রমুখ। সৈয়দ মুহাম্মদ খোবাইব বলেন, নির্মল পরিবেশ রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম। বৃক্ষহীন পরিবেশ মস্তকবিহীন দেহের সমান। পরিবেশের
ভারসাম্য রক্ষায় একটি দেশে শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। পরিবেশ বলতে আমাদের আশে পাশে দৃশ্য-অদৃশ্য সমস্ত বস্তু যেমন নদ-নদী, পাহাড়-পর্বত, বন-জঙ্গল, বায়ু, আলো, শব্দ, এ সবের সমন্বিত প্রভাব যা মানুষের এবং সমস্ত জীব জগতের জীবন যাত্রাকে প্রভাবিত করে। পরিশেষে বিভিন্ন স্কুল ছাত্রদের মাঝে বৃক্ষ বিতরণ, রোপন ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়।