
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বৃহস্পতিবার ভোরে চিটাগাং থেকে নিয়ে আসা হাজেরা আক্তার নামে এক যুবতীকে উদ্ধার করেছে বিজিবি। এসময় বিজিবি দুই পাচারকারীকে আটক করেছে। আটক পাচারকারীরা হলো বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মন্দার এর ছেলে আব্দুল রহিম (৬০)ও একই গ্রামের দুকি বুললার ছেলে বাবু (২৮)।
২১ বিজিবি ব্যাটেলিয়ান উপ অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান.গোপন সংবাদে জানতে পারি দুই পাচারকারী চিটাগাং থেকে এক যুবতী এনে ভারতে পাচার করার জন্য দৌলতপুর সীমান্তে অপেক্ষা করছে ।এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মহিবুললা সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে হাজেরা আক্তার নামে এক যুবতীকে উদ্ধার ও দুই পাচারকারীকে আটক করেন। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।