
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিমের আন্তরিক সহযোগিতায় জেলা প্রসাশনের নির্দেশনায় টানা বর্ষণে পাহাড় ধসের হাত হতে পাহাড়ে বসবাসকারী জনগণের জান-মালের নিরাপত্তার জন্য নিরাপদ আশ্রায় কেন্দ্রে আশ্রায় নেওয়া ফিরোজশাহ কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পি-ব্লক কোয়ার্ড সরকারী বিদ্যালয় কেন্দ্রে মোট ১৪০টি পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। অপর দিকে চট্টগ্রাম জেলা প্রসাশনের পক্ষ হতে পাহাড়তলী গালস্ স্কুল এন্ড কলেজ, ফিরোজশাহ সরকারী
প্রাথমিক, পি-ব্লক কোয়ার্ড সরকারী বিদ্যালয়ে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রসাশনের মাননীয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, সমাজ সেবক মোঃ আলী আকবর, ইউনিট আওয়ামী লীগ নেতা মোঃ শরীফুল আলম, মোঃ ফারুক, মোঃ জাবেদ খান, যুবলীগ নেতা আনিছ চৌধুরী রাজন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।