মোঃ তাজুল ইসলাম মিয়াজীঃ
ওমানে গত কাল রাতে স্থানীয় সময় ১০টা সময় জুয়া খেলার ১ লক্ষ ২৫ হাজার টাকা সহ ৮ বাংলাদেশি শ্রমিকদের আটক করে দেশটির রয়েল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় দিনের বেলায় কাজ শেষ করে রাতে জুয়া নিয়ে বসে অধিক অংশ প্রবাসী বাংলাদেশি, এদের মাঝে রয়েছে কিছু হুনডি ব্যাবস্যায়ী ও মাসিক কাজ করা শ্রমিক, তারা জুয়া খেলার জন্য সুদে টাকা দার দেয় জুয়া খেলোয়াড়দের, এবং মাস শেষে টাকা যা পায় তা নিয়ে জুয়া খেলায় বসে শেষ করে ফেলে, কেউ হচ্ছে লাভবান, কেই হচ্ছে পথের ফকির।ওমান রয়েল পুলিশ জানান ওমানে কোন
খেলায় নিষেধ বা নিষেধাজ্ঞা নেই, ওপেনিং খেলতে পারবে, তাবে কোন খেলা টাকার বিনিময়ে খেলা যাবেনা এবং ওমানের আইনত ভাবে অপরাধ।তারা আরো জানান ইতিমধ্যে দেখা যায় জুয়া খেলাকে কৈন্দ্র করে জুয়ার টাকা নিয়ে প্রবাসী বাংলাদেশিরা মারামারি সহ বিভিন্ন অপকর্ম করে চলছে, তাই তাদের দমন করার জন্য ওমান পুলিশে এ ব্যবস্থা নিয়েছেন এর জন্য
সাদা পোশাকে কিছু লোক রয়েছে, তাদের ইনফর্মেশন মোতাবেক তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন(১)মোঃআবজ্জাল নোয়াখালী,(২)মোঃহারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ,(৩) ইকবাল চাঁদপুর, (৪)মাসুদ আলম কসবা,(৫) মাসুদ বরুয়া, (৬)সজিব সিলেট, (৭)আবুল কাশেম সিলেট, (৮)আনোয়ার যশোর।এই ৮ জন বাংলাদেশিদের কে ওমান পুলিশ আটক করেছেন জুয়া খেলার সময় তাদের সাজা দেওয়া হবে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি।