
মাহমুদুল হাসান:ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
যমুনা নদীর অংশে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া, ভালকুটিয়া ও খানুরবাড়ীসহ ভাঙন কবলিত সকল গ্রামবাসীদের রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভূঞাপুর উপজেলা শাখা।বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হালিম অ্যাডভোকেট, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান
আলিফ নূর-মিনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহীনুর ইসলাম, উপজেলা শাখা সুজন-সুশাসনের জন্য নাগরিকের সভাপতি ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, নিকরাইল ইউপি চেয়ারম্যান মো: আব্দুল মতিন সরকার প্রমুখ।মানববন্ধনে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক অভিজিৎ ঘোষ, বিডি২৪লাইভ ডটকম এর প্রতিনিধি ফরমান শেখ। এ ছাড়াও মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনগণ।