
মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় থানা অভ্যন্তরে ওসির কক্ষে এ অনুষ্ঠান হয়। সে সময় স্থানীয় প্রেসক্লাব মির্জাপুর সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সোহেল মোহসিন শিপন, জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ
হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় ওসি সায়েদুর রহমান বলেন, মির্জাপুরকে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মুল করতে, একটি সুন্দর সমাজ গড়তে এবং মাদকের বিরুদ্ধে সকলের সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য ওসি সায়েদুর রহমান টাঙ্গাইল সদর থানা থেকে গত ১৮ জুলাই মির্জাপুর থানায় যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইল সদর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে সন্ত্রাস, মাদক, জঙ্গি, বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।