
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে উন্নয়ন কাজে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উন্নয়ন কাজের সুফল ভোগ করতে হলে নগরবাসী মনের পরিবর্তন করতে হবে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো: জহুরুল আলম জসিম বলেন, দায়িত্ব গ্রহণের চার বছরের মধ্যে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের প্রায় ১২০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১ বছরের মধ্যে আরো ২৩ কোটি টাকার কাজ চলমান আছে। তাই এসকল উন্নয়ন কাজ করতে গিয়ে আমার নামে মামলা, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে একটি কুচক্রী মহল চক্র। কুচক্রী মহল জানো মামলা ও মানববন্ধন করে উন্নয়ন কাজের ব্যাঘাত সৃষ্টি করা
সম্ভব নয়। গ্রীন ও ক্লিন সিটির রূপকার নগর পিতা মাননীয় সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের ঘোষিত উন্নয়ন কাজের সুফল ভোগ করতে হলে নগরবাসী মনের পরিবর্তন করতে হবে। জলাবদ্ধতা নিরসনের নালা নর্দমায় দৈনন্দিন দিনের গৃহস্থলির বর্জ্য অপসারণের লক্ষ্যে জনগণকে সচেতন করার জন্য ডোর টু ডোর বিনামূল্যে বিন বিতরণ কার্যক্রম চালু করলেও বর্তমানে কিছু কিছু জনগণ এখনও নালা নর্দমায় ময়লা ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করছে এবং উন্নয়ন কাজকে সুনজরে দেখছেনা। তাই উন্নয়ন কাজ দেখতে হলে চোখের পরিবর্তনের
চেয়ে মনের চোখ দিয়ে দেখলেই উন্নয়ন দেখা যাবে। অদ্য ২৬ জুলাই সকাল ১১টায় পূর্ব ফিরোজশাহ্ আবাসিক এলাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তরুণ সমাজকর্মী মো: আনোয়ার হোসেনের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চসিকের নির্বাহী প্রকৌশলী মো: জসিম উদ্দিন, সহকারী প্রকৌশলী গোরফান আহমেদ, অলি আহমেদ, পরিদর্শক মো: নুরুল আবছার, ৯, ১০ ও ১৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নারীনেত্রী আবিদা আজাদ, পূর্ব ফিরোজশাহ্ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ খান, ওয়ার্ড আওয়ামী
লীগ নেতা মো: জসিম উদ্দিন, মো: মোশারফ হোসেন, সমাজসেবক মো: আনোয়ার পাশা, খুলশী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নুরুল আলম, ১নং ঝিলের পাড় সমাজ কল্যাণের সভাপতি মো: নুরুল ইসলাম, সি-ব্লক সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো: শামীম আহমেদ সুমন, বি-ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো: ইকবাল, ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা বেলাল উদ্দিন জুয়েল, তৌহিদুল ইসলাম পাপ্পু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নোমান নাহিদ প্রমুখ। অনুষ্ঠানে ওয়ার্ডের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ও শেষে পবিত্র কুরআন তেওলোয়াত পাঠ করেন মো: ফারুক।