
বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো: লোকমান হোসেন বলেন-৭৫’র খুনী চক্র বুঝতে পারেনি বঙ্গবন্ধুর আরেক নাম বাংলাদেশ। ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে থমকে দিয়েছিলো। আর সেই দুঃস্মৃতিকে শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের মুক্তিকামী জনতা এখনও বাংলাদেশের উন্নয়নের পক্ষে রায় দিয়ে যাচ্ছে আগামীতেও বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রেল শ্রমিক লীগের
প্রতিটি নেতাকর্মীর ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অদ্য ২৯ আগস্ট বেলা ১২টায় চট্টগ্রাম রেলওয়ে পুরাতন স্টেশনে শ্রমিক লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শ্রী অরুণ কুমার দাশের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু, কেন্দ্রীয় রেল শ্রমিক লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক শ্রী গোকুল
চক্রবর্তী, এটিএম আবিদ হোসেন। এতে আরো বক্তব্য রাখেন-আশরাফ আলী, বিমল বড়–য়া, মুজিবুর রহমান, আব্দুল মালেক, আব্দুর রশিদ, আবু সুফিয়ান, শাহরিয়ার পাপ্পু, মো: শাহজাহন সিদ্দিকী, মো: নুরুন্নবী, মো: মুর্তুজা, মো: জাকির হাসান, আশীষ কুমার চৌধুরী, মো: রাজিব, শাহাদাত হোসেন, মো: হামিদ, আব্দুল লতিফ, রিপন খান পাঠান, সাইমুম হোসেন ভোর, সাজ্জাদ হোসেন, বাদন সরকার, আলিফ মাইনুদ্দিন নির্ঝর, মো: জয়নাল, খুরশিদ আলম বাদশা, আবুল কাশেম, আবু বক্কর সিদ্দিক, আব্দুল কাদের, মো: আব্দুল্লাহ, মো: সোহেল, মো: রিপন, সাইদুজ্জামান শিপন, মো: দিদার, মো: আসাদ হোসেন প্রমুখ।