বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো: গিয়াস উদ্দিন বলেন- বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৫ আগস্টের শোককে বুকে ধারন করে আগামীর প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে কাজ করে যেতে হবে। বঙ্গন্ধুকে হত্যা করে কিছু বিবাদগামী সেনা কর্মকর্তারা দেশি-বিদেশী চক্রের নীল নকশা অনুযায়ী। যারা ৭১’র পরাজয় মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করে বাংলাদেশের উন্নয়নকে রুখে দিয়েছিলো কিন্তু হার না মানা বাঙালি ধীরে ধীরে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আগামী ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশে বাংলাদেশের আবির্ভাব ঘটবে এটা আমরা আশাবাদী। তাই সেই পরাজিত শক্তি আবারও ২০০৪ সালের ২১ আগস্ট আরেকটি গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায়। সেদিন আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নির্মমভাবে প্রাণ হারায়। শোকের মাসে আরেকটি শোক বাঙালি জাতি কখনো ভুলতে পারেনা। সেই শোককে শক্তিতে পরিণত করে বাঙালি জাতিকে এগিয়ে যেতে হবে আগামীর সোনার বাংলা গড়তে। বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন মূখ্য আ লিক কমিটি চট্টগ্রাম বিভাগের আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ষোলশহরস্থ কৃষি ব্যাংক ভবনের ৪র্থ তলায় বিকেবি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আকবর হোসেন এর সভাপতিত্বে এবং সজল দাশ ও মো: ইউনুচ’র যৌথ স ালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন-জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সফল আলী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর’র সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, বাংলাদেশ কৃষি
ব্যাংক চট্টগ্রাম পূর্ব’র মূখ্য আ লিক ব্যবস্থাপক মো: ফজলুল হক, বিকেবি চট্টগ্রাম’র বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা বোধিপ্রিয় মুৎসুদ্দী, জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর’র নেতা আবুল হোসেন আবু, বিকেবি পটিয়া আ লিক কার্যালয়ের আ লিক ব্যবস্থাপক ইলিয়াছ বাঙালি, অগ্রণী ব্যাংক লিমিটেড কর্মচারী সংসদ’র সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লি: শাখার সাবেক সভাপতি ইউসুফ সরোয়ার, বর্তমান সভাপতি খালেদ ছায়েফ উল্লাহ টিপু, চিটাগাং শপিং কমপ্লেক্স কর্মচারী সংসদের সভাপতি আফাজ
উদ্দিন আফসার। এতে আরোও বক্তব্য রাখেন, নুরুল করিম ভূঁইয়া, ইফরান হায়দার সোহেল, সজল দাশ, মো: ইউনুচ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জীবক বড়–য়া, রাজু দাশ, মো: গোফরান, সুজয় গাঙ্গুলী, সুজন চক্রবর্তী, মো: হেলাল, মো: ফারুক, মো: বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট নিহতদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মো: ইফরান হায়দার সোহেল।