
রিপন মারমা কাপ্তাই।
পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই উপজেলায় এক গৃহবধূ নিজ বাসার সিলিং এর সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋন দান কারী প্রতিষ্ঠান আশার কিস্তি সুদের টাকা নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া হলে পরে ভোর ৪ টার সময় স্ত্রীর বাড়ি সিলিংয়ের সংঙ্গে ঝুলে আত্মহত্যা করা অভিযোগ উঠেছে বিবি রহিনা (৫০) নামে এক গৃহিনী। এঘটনা ঘটেছে তার নিজ বাসায় কাপ্তাই বাঁশ কেন্দ্র এলাকায়।কাপ্তাই থানা ইনচার্জ নাছির উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে সাংবাদিকে মুটো ফোনে প্রশ্ন জবাবে তিনি বলেন।কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র এলাকায় শুক্রবার রাত্রে স্থানীয় জয়নাল
আবেদীনের সংঙ্গে তার স্ত্রীর বিবি রহিমা বিভিন্ন সংস্থার গ্রামীণ ও আশা কিস্তি উপর সুদের টাকা নিয়ে ঝগড়া হয়েছিল তার এ কারণে সেই এই আত্মহত্যা পথ বেঁছে নিয়েছে বলে জানান তিনি। এবং জয়নাল আবেদীন অজানা বাংলাদেশকে বলেন আমার স্ত্রীর সাথে কিস্তি সুদের টাকা বিষয়ে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির একপর্যায়ে আমাদের। অনেক ঝগড়া হয়েছে কিন্তু সে আত্মহত্যার পথ বেছে নিবে আমি তা ভাবতেও পারিনি তিনি এভাবে সব স্বীকার করে বলেন। জয়নাল আবেদীন।