
নিজস্ব প্রতিবেদক
সার্ব্বজনীন শ্রী শ্রী মা-চন্ডী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশোক উপর পদ বঞ্চিতদের মন্দিরে হামলা।আগামী শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে চট্টগ্রামের বহির সিগন্যাল সার্ব্বজনীন শ্রী শ্রী মা-চ ন্ডী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশোক চৌধুরীর কার্য্যক্রমে-অসন্তোষ প্রকাশ করেছেন পদ বঞ্চিতরা।তাদের দাবি অশোক চৌধুরী সভাপতি পদে থাকতে পারবেন না।বিধায়ী পরিচালনা কমিটি ও পদ বঞ্চিতরা এক জোট হয়ে দাবি জানিয়ে আসলেই –বর্তমান পরিচালনা কমিটি কর্নপাত না করায় গত ২৮/৮/২০১৯ইং মন্দিরে হামলা চালায় প্রতিপক্ষরা। এরপর ৩১/৮/২০১৯ইং
শুক্রবার আবার ও হামলা চালায়।এ ব্যাপারে চান্দগাঁও থানায় জি ডি করা হয়েছে। জি ডি নং১৭৭।উক্ত জিডি’র আলোর মুখ দেখেনি বলে জানায় সভাপতি অশোক চৌধুরী।পূর্বে ঘটনাকে কেন্দ্র করে গত ৪সেপ্টম্বর রাত নয়টা থেকে দুইটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ বাঁধ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।এতে স্হানীয় সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিরা এগিয়ে আসে। তারপরও রক্ষা পাইনি মন্দিরে হামলা বাধা প্রদানকারী আওয়ামী যুবলীগ কর্মী মঈনুদ্দিন সোহেল। সে মন্দির স্হান ত্যাগ করে বাসায় ফেরার পথে একপেয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এলো পাতারি লাঠি পেটা করে তার হাত-পা-মাতায় আঘাত করে।
তার সাথে আরও ৪/৫জন আহত হয়।আহতদের কেউ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে -কেউ প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন আছে বলে জানায় অশোক চৌধুরী,সাধারণ সম্পাদক সুমন দাশ,রতন নাথ,টিটু সেন সহপ্রমূখ।এ ঘটনা ব্যাপারে স্হানীয় আওয়ামী লীগ নেতা মুঃশওকত জানায়, মন্দিরে হামলাটি অর্ত্যন্ত দুঃখ জনক।পবিত্র ধর্মীয় প্রতিষ্টানে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। এ ঘটনা সম্পর্কে স্হানীয় সাংসদ কে অবহিত করা হয়েছে। শীঘ্রই ফয়সালা হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি।