
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে রবিবার (১৩ই অক্টোবর) সকালে পরিত্যাক্ত অবস্থায় ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই নাজমুল হোসাইন সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় সীমান্তের গাতিপাড়া গ্রাম থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম এ আব্দুল লতিফ জানান, এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় পলাতক আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।