
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আপনি জানেন এই চট্টগ্রাম শহরে ৬০ লক্ষ নগরবাসী বসবাস করে আসছে। ওয়াসার অধিকাংশ গ্রাহকই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ, এই শ্রেণির মানুষ বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্য ও সেবা সার্ভিসের মূল্য বৃদ্ধির যন্ত্রণায় কাতর। সেখানে নতুন করে পানির দাম বাড়ালে মানুষের জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির মাত্রাকে আরও বাড়িয়ে দিবে। মূল্য বৃদ্ধির আগে পানির প্রাপ্যতা নিশ্চিত না করে সিস্টেম লসের নামে পানি চুরি, অপচয় বন্ধ না করে ভৌতিক বিল ও অতিরিক্ত বিলের নামে গ্রাহক হয়রানি ভোক্তাদের জন্য অসহনীয় ও অসন্তোষের কারণ
হতে পারে। ওয়াসা কর্তৃপক্ষ গ্রাহকদের কোন প্রকার মতামত না নিয়ে একতরফাভাবে দাম বাড়ানোর প্রক্রিয়া অন্যায্য ও ভোক্তা স্বার্থবিরোধী এবং অগ্রহণযোগ্য। দাম বাড়ানোর প্রক্রিয়া স্বচ্ছ ও সহজতর হওয়া উচিত বলে চট্টগ্রাম নগরবাসী মনে করে। ওয়াসার সরবরহকৃত পানির ৮৮% গ্রাহক হচ্ছেন আবাসিক গ্রাহক। আর ওয়াসা দিনে চাহিদার মাত্র ৪২ শতাংশ পানি সরবরাহ করতে পারে। যার ফলে নগরীর অধিকাংশ এলাকায় পানির জন্য এখনও হাহাকার। আর চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ পানির চাহিদা নিশ্চিত না করে নতুন নতুন প্রকল্পের কথা বলে নগরবাসীকে বারবার বিভ্রান্ত করছে এবং দাম বাড়ানোর কথা বলে প্রকারান্তরে ওয়াসার অভ্যন্তরে পানি চুরি, অপচয় ও মিটার রিডারদের কারসাজিকে উসকে দিচ্ছে। নগরীর অধিকাংশ এলাকায় যেখানে পানির জন্য
নগরবাসীকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, সেখানে চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর পানির সমস্যা সমাধান না করে নতুন করে পানির দাম বাড়ানোর প্রস্তাব কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ‘গ্যাস কোম্পানীগুলোর মিটার রিডারদের মতো ওয়াসার মিটার রিডাররাও কোটি কোটি টাকার মালিক। তারা কিছু গ্রাহকদের সাথে চুক্তিতে বিল করছে, যার দায়ভার সিস্টেম লসের নামে সকলকে বহন করতে হচ্ছে।’ এই দায়ভার কখনো সাধারণ গ্রাহক বহন করবে না। আর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিয়ত দুর্নীতির লাগাম টেনে ধরে প্রচলিত আইনে অভিযুক্তদের বিচার করা এখন সময়ের দাবী। চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ গত সাত বছরে ৭ বার পানির দাম বৃদ্ধি করেছে। মাত্র ৬ মাস আগেও অযৌক্তিকভাবে ওয়াসা পানির দাম বাড়িয়েছে।
ওয়াসা আইন অনুযায়ী ওয়াসা বছরে ১ বার মাত্র ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে। আর মুদ্রাস্ফীতি জনিত কারণে বা প্রয়োজনে ওয়াসা পানির দাম বাড়াতে পারে। এই সুযোগ নিয়ে ওয়াসা পানির দাম ৬২% বাড়ানোর প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দিয়েছে যা চট্টগ্রাম শহরের ৬০ লক্ষ নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলবে এবং বর্তমান সরকারকে জনপ্রিয়তার দিক থেকে বিপাকে ফেলবে। ওয়াসার সেবার মান অত্যন্ত নীচু, অনেক এলাকায় দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানি পরিবেশন করা হয়। ফলে নগরবাসী বিভিন্ন রোগে আক্রান্তের শিকার। শুধু তাই নয় উন্নয়নের নামে শররের অধিকাংশ এলাকায় খুড়াখুড়ির পর মাটি রাস্তায় ফেলে চট্টগ্রাম নগরীকে বালি উড়ার শহরে পরিণত করেছে যা চট্টগ্রাম বাসীকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। সেবার
মান উন্নত না করে, জনস্বার্থে যাচাই-বাছাই ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে এই দাম বৃদ্ধি যেমন অগ্রহণযোগ্য তেমনি বেআইনী। গণবিরোধী ওয়াসার পানির দাম ৬২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত জনগণের বৃহত্তর স্বার্থে অবিলম্বে বাতিল করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাছাড়াও নাগরিক সেবা দিতে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে ব্যর্থ। এর মধ্যে পানির দাম বৃদ্ধি করা কোনভাবে যুক্তি সঙ্গত নয়। ৬০ লক্ষ নগরবাসীকে পানির দাম বৃদ্ধি করে মরন ফাঁদে ফেলবেন না। আপনার মাধ্যমে আমাদের এই যৌক্তিক দাবী জরুরীভাবে মেনে নেওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।