
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাশের ৬৫তম মৃত্যুবার্ষিকী এক সাহিত্য সন্ধ্যা গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টায় সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে নগরীর কদম মোবারক এম.ওয়াই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সাতককানিয়ার পৌর মেয়র কবি মোঃ জোবায়ের। বিশেষ আলোচক ছিলেন নাট্যজন সজল কান্তি চৌধুরী, সাবেক ছাত্রনেতা খুরশিদ উল আলম খোকন, সোমা, কবি সজল দাশ, সংগঠক সালাউদ্দীন লিটন, ডাঃ রতন চক্রবর্তী। সংগঠনের সাধারণ
সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য লেখক নাছির হোসাইন জীবন, সঙ্গীতশিল্পী নারায়ন দাশ, সংগঠক এম.নুরুল হুদা চৌধুরী, সাফাত বিন সানাউল্লাহ, আবৃত্তি পরিবেশন করেন সোমা মুৎসুদ্দী গান পরিবেশন করেন নারায়ন দাশ। উপস্থিত ছিলেন পুর্বার সভাপতি সনাতন চক্রবর্তী বিজয়, গীতিকার আশিক বন্ধু, সাবেক ছাত্রনেতা নবাব মিয়া রকিব,
মোরশেদ আলম, মানিক প্রমুখ।সভার প্রধান আলোচক তার বক্তব্যে বলেন জীবনানন্দ দাশ’কে বলা হয় বাংলা ভাষার শুদ্ধতম কবি। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। রবীনন্দ্র পরবর্তী বাংলা ভাষার প্রধান কবি হিসেবে তিনি সর্বসাধারণ্যে স্বীকৃত। প্রকৃতির অপরূপ বৈচিত্র জীবনানন্দের কবিতায় যেভাবে উপস্থাপিত তার প্রেমে পাঠক মোহাবিষ্ট। ধূসর পান্ডুলিপি” যেখানে রয়েছে গণ মানুষের আহাজারী। বাংলা সাহিত্যের অমর সব কবিতা জীবনানন্দের সৃষ্টি।