
নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায়, গ্যাস লাইন বিস্ফোরণ হয়। একটি ভবনে আগুন ধরে যায় সেখানে ৭ জনের মতো নিহত হয় আরো ৮ জনকে আহত অবস্থায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ” হাসপাতালে ভর্তি করা হয়েছে “চট্টগ্রামের পাথরঘাটায় সড়কের পাশের একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটার ব্রিকফিল্ড সড়ক এলাকার একটি ভবনে এমন দুর্ঘটনা ঘটে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের নিচে থাকা গ্যাস সংযোগ লাইনে বিস্ফোরণ হয়েছে। এতে ভবনের দেয়াল ধসে গেছে। বিস্ফোরণের সময় ভবনে থাকা হতাহতদের বায়রেও পথচারীরাও হতাহত হয়েছে বলে ধারণা” করা হচ্ছে।ওই এলাকার একজন বলেন। ভবনের বাসিন্দারা ছাড়াও হতাহতদের মধ্যে পথচারীরাও থাকতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।