
নিউজ ডেস্ক:
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর পরকীয়া প্রেমের টানে পালিয়ে যাওয়া অনুর স্ত্রী ফিরে এসেছে বলে জানা গেছে।জানা যায় স্থানীয় একটি পত্রিকায়। সংবাদ প্রকাশ হলে এবং সেটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে” প্রবাসী অনুর স্ত্রী যার সঙ্গে। পালিয়েছিলেন তিনি অবস্থা বেগতিক দেখে অনুর স্ত্রীকে রেখে পালিয়ে যায়। জেলার কালীগঞ্জের তুষভান্ডার ইউনিয়ন এর মৃত মোস্তাফিজুর রহমান মোস্তফা মাষ্টার এর কনিষ্ঠ পুত্র অনু, ১বছর খানেক আগে ওমানে প্রাবাসী শ্রমিক হিসাবে কর্মরত ছিলো। জানা গেছে ওমানে থাকা অবস্থায় সহঃ কর্মীর টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরির
দায়ে ৪০ দিন জেলহাজতে ছিলো অনু, এবিষয়টি তার পরিবার এর লোকের অগচরে আসলে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বিক্রি করে ওমানে মুচলেকা দিয়ে তাকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনে তার পরিবার। গোপন সুত্রে জানা গেছে ওমানে থাকা অবস্থায় অনুর সুন্দরী স্ত্রী অন্য বেশ কয়েক জন যুবকের সাথে পরকীয়ায়” লিপ্ত হয়। তুষভান্ডার বাজার এর এক মোটর মেকার এর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরাপরার পর গ্রাম্য সালিস বৈঠক এর মাধ্যমে রাতারাতি রফাদফা করা হয়। ইতিমধ্যে ঐসব খরব শুনে অনু দেশে চলে আসে। বেশকিছুদিন যাবত সংসার ভালোই চলছিলো
কিন্তু অনু মাদকাসক্ত হওয়ার কারনে তার স্ত্রীর সঙ্গে বনিবনা কম ছিলো।শেষমেশ গতকাল শুক্রবার তার সদ্যজন্মানো পুত্র সন্তান নিয়ে অন্য যুবকের সাথে পালিয়ে গেছে বলে” গ্রামবাসীর দাবী। তবে এখনো প্রযন্ত অনুর স্ত্রী এর কোন সন্ধান পাওয়া যায়নি, বিষয়টি নিয়ে থানায়ও কোন অভিযোগ করেনি বলে জানান তুষভান্ডার ইউনিয়ন এর দায়ীত্বরত এ এস আই মোশাররফ হোসেন।তিনি এ সময় আরও বলেন থানায় কোনো অভিযোগ না দেয়ায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি।