খুলশী থানাধীন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডস্থ ফয়’স লেকস্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও চসিক কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম বলেন, আজকের শিশুদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পিতা-মাতাসহ শিক্ষকদের যতœশীল হতে হবে। পড়ালেখার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি সংস্কৃতি চর্চা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পড়তে
উৎসাহিত করতে হবে। তাদেরকে ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন ও জঙ্গীবাদের উত্থান পতনের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে তবেই তারা আগামী দিনের সোনার বাংলা গঠনের জন্য প্রস্তুতি নিতে পারবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল বাচ্চুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা ফারহানা হোসেনের স ালনায় শিক্ষার্থীদের
উদ্দেশ্যে সুউপদেশ মূলক বক্তব্য রাখেন, বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের মোঃ মোস্তফা মিয়া, শ্রী খোকন চন্দ্র শীল, শহীদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন, শিক্ষকদের পক্ষে কানিজ ফাতেমা তানিয়া, উমাশ্রী চক্রবর্ত্তী, সুমী সরকার, নুর নাহার বেগম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।