
২৫ নভেম্বর ২৭ রবিউল আউয়াল রোজ সোমবার আঞ্জুমানে আছাদীয়া নূরীয়া সেহাবীয়া বহদ্দারহাট শাখার উদ্যোগে” এবং বহদ্দারহাট কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপিত হয়।উক্ত আজিমুশশান মিলাদ মাহফিলে বহদ্দারহাট কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের শিক্ষক মোনাজারে আহলে সুন্নত হযরতুল আল্লামা আলহাজ্ব ড.এ.এস.এম বোরহান উদ্দীন। তিনি ব্যবসায়ীদেরকে মহানবী(স:)
এর জীবন অনুসরণ করে সৎভাবে ব্যবসা করার অনুরোধ করেন। প্রধান বক্তা ছিলেন দরবারে বারিয়ার সাজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী ( মা:জি:আ:)। তিনি বলেন, আউলিয়াদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের প্রচার শুরু হয়। তাই আমাদের উচিত সবসময় তাদেরকে সম্মান করা। বিশেষ বক্তা ছিলেন, শিকলবাহাস্থ নূর আহমদ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাদ্দাম হোসাইন আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তছকীর আহমদ।