চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম সাহসিকা জননী, প্রগতিশীল নারী শিক্ষা আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব, দেশের প্রতিথযশা, কবি ও সাহিত্যিক মহিয়সী নারী সুফিয়া কামালের ২০ তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় ফিরিঙ্গী বাজারস্থ সাবেক গণ পরিষদ সদস্য ডা: এম.এ মান্নান এর বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা সাংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নারী নেত্রী হাসিনা মান্নান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ
শিক্ষাবিদ প্রফেসর মো: আবুল হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন স্লোগান পত্রিকার সম্পাদক সাংবাদিক মো: জহির, দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবু তৈয়ব ছিদ্দিকী, অবিনাশী ৭১’র সাধারণ সম্পাদক পারভেজ মান্নান, মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি মো: কামাল উদ্দিন, সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর সন্তান শরফুদ্দিন চৌধুরী রাজু, মেরাজ তাহসিন শফি, তরুণ আওয়ামীলীগ নেতা ভাস্কর চৌধুরী, কবি আশিষ সেন, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, রেজাউল করিম, মহানগর যুবলীগ নেতা সিজার বড়–য়া, নারীনেত্রী রুবা আহসান, সৈয়দা শাহানা আরা বেগম, মুক্তা জামান, তাহমিনা আক্তার, রাজীব চৌধুরী, সুচিত্রা গুহ টুম্পা, ইমতিয়াজ
সাইদ সর্দার, শামিম তিতাস শান্ত, এস.এম মিজানুর রহমান, পম্পি দাশ, অনুপম বড়–য়া, অমর দত্ত, কবি সজল দাশ, জয়ন উদ্দিন জয় প্রমুখ। বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীরা মাইমুনা আক্তার, নিলয় বড়–য়া, অভ্র বড়–য়া, সঞ্জয় দত্ত, অভিজিৎ দাশ অভি, সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম রোকেয়া এবং কবি সুফিয়া কামালরায় বাঙালি নারী জাগরণের অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। যাদের হাত ধরে বাংলাদেশের নারী সমাজ আজ সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে সকল রকম প্রতিষ্ঠানিক এবং রাজনীতিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। যাদের সুযোগ্য উত্তরসূরী হিসেবে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আজ সারা বিশ্বের কাছে নারী নেতৃত্বের জন্য অনুকরণীয়। প্রধান বক্তা হাসিনা জাকারিয়া বেলা বলেন, কবি
সুফিয়া কামালদের ত্যাগ আর আদর্শের কারণে আমি নিজেও সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছি। নিজেকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হওয়ার গৌরব অর্জন করেছি যার মূলে রয়েছে কবি সুফিয়া কামালদের মত আদর্শিক নারীদের জীবনী। তিনি বলেন কবি সুফিয়া কামাল শুধু নারী শিক্ষা নয় নারী নেতৃত্ব সহ নারীদেরকে নানাভাবে প্রতিষ্ঠা করার জন্য আজীবন কাজ করে গেছেন। জাতির দুর্দিনে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ শেখ হাসিনাকে সেদিন অভিভাবকের মত যে সাহস এবং প্রেরণা দিয়েছেন তা কখনো ভুলবার নয়। মূলত কবি সুফিয়া কামাল জননেত্রী শেখ
হাসিনাকে সেদিন এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অভিভাবকের ভূমিকায় অবর্তীণ হয়েছেন। বিশেষ আলোচক প্রফেসর আবুল হাসান বলেন নারীকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সুশিক্ষায় প্রতিষ্ঠা করার জন্য কবি সুফিয়া কামালদের আদর্শ যুগযুগ বহমান থাকবে। কবি সুফিয়া কামালদের দেশপ্রেমের মহান চিন্তাধারা এবং নারী কল্যাণে অবদানগুলো আগামী দিনের নারী নেতৃত্বের বাতিঘর হয়ে থাকবে। সভা শেষে ৫জন শিক্ষার্থীকে কবি সুফিয়া কামাল স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হাসিনা মান্নানকে নারী উন্নয়নে আজীবন অবদান রাখার জন্য কবি সুফিয়া কামাল স্মৃতি স্মারক সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।