
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নানুপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় কৃতিশিক্ষার্থী সংবর্ধনা অভিষেক অনুষ্ঠান গত ৭ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় নানুপুর অভিযাত কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি মুহাম্মদ হাফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ মুছিহুদ্দৌলা (ম:জি:আ:)। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোবারক হোসেনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডিএম আরুছুর রহমান আরুছ। বিশেষ
অতিথি ছিলেন এস.এম জাহাঙ্গীর আলম, আলহাজ্ব কাজী মুহাম্মদ ইয়াকুব আলী, মাওলানা আবু জাফর হেলালী, মাওলানা আলী আজগর আজমী, মুজিবুল হক সোহেল, মুহাম্মদ মোতালেব পারভেজ। রসুলে পাক (দ.)’র জীবনকে বাস্তবায়নের মধ্যে মুসলমানদের জীবন চলমান প্রক্রিয়া সাদৃশ্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিপালনের যে শিক্ষা দিয়ে গেছেন যার যথার্থ অনুসরণের মধ্যদিয়ে ইহকালের শান্তি ও পরকালের মুক্তি পাওয়া সম্ভব। অতীতের গৌরব উজ্জ্বল ইতিহাস বুকে লালন করে ছাত্র সমাজকে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখতে হবে।