
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পাটিয়ার খালে মাটি ভরাট করে স্থায়ী দালান ঘর নির্মানের অভিযোগ উঠেছে। সরকারি খাল দখল করে স্থায়ী ভাবে একাধিক বাড়িঘর নির্মাণের ফলে খালের পানি নিস্কাশনে মারাত্বক ব্যঘাতের সৃষ্টিসহ সরকারি সড়ক ও পঞ্চায়েত কবরস্থান ভেঙ্গে পড়ার আসখা রয়েছে। এ বিষয়ে গত ৭ নভেম্বর গোয়াশপুর গ্রামবাসীর পক্ষে আবদুল কাইয়ুম বাচ্চু স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে দায়ের করলে গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান বুড়াইরগাঁও বাজারস্থ ইউনিয়ন ভূমি অফিস পীরপুরের সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্বাস আলী।
জানা যায়, পূর্ব পীরপুর মৌজার ১৬৩ নং দাগের পাটিয়ার খালের খাগামুড়া গ্রামের অংশে মাটি ভরাট করে স্থায়ী ভাবে কাঁচা ও দালানঘর নির্মাণ করে বসবাস করে আসছেন খাগামুড়া গ্রামের মৃত মজর আলীর মেয়ে ফাহিমা বেগম ওরফে মালুনী, সোনাফর আলীর পুত্র সিরাজুল ইসলাম, মৃত ছমেদ আলীর পুত্র ফজর আলী ও নুর মিয়া, মৃত আবদুর রহিমের পুত্র মকবুল আলী, ও খোয়াজ আলীর পুত্র মংলা মিয়া। এদের মধ্যে ফাহিমা বেগম ওরফে মালুনী খালের অধিকাংশ অংশে মাটি ভরাট ও বৃক্ষ লাগিয়ে সরকারি খাল দখল করে বসবাস করছেন। সরকারি খালে এসব অবৈধ স্থাপনার কারণে বর্ষায় খালের পানি যাতায়াতে মারাত্বক ব্যঘাতের সৃষ্টি হয়ে পীরপুর-বুড়াইরগাঁও সড়কের কিছু অংশে দেখা দিয়েছে ভাঙ্গন। খালে অবৈধ দখলদারকে স্থাপনা উচ্ছেদ করা না হলে
অব্যাহত ভাঙ্গনে বর্ষায় বিচ্ছিনś হতে পারে এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা। খাল দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করায় চলতি বুরো মৌসুমে দেখা দিতে পারে পানির শĽট। ইউনিয়ন ভূমি অফিস পীরপুরের সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্বাস আলী পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি খাল দখল করে একাধিক বসতবাড়ি নির্মাণের ফলে বর্ষায় পানি নিস্কাশনে মারাত্বক ব্যঘাতের সৃষ্টি হয়ে সরকারি সড়ক ভাঙ্গন ধরেছে এবং পার্শ্ববর্তী কবরস্থানও পড়েছে হুমকির মুখে। পরিদর্শনে তিনি খালের ওপর অবৈধভাবে ফাহিমা বেগম ওরফে মালুনী কর্তৃক দালান ঘর নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন।