মহান বিজয় দিবস উপলক্ষ্যে পাথরঘাটা আওয়ামী পরিবারের আলোচনা সভায় কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩৪নং আওয়ামী পরিবারের উদ্যোগে অদ্য ১৭ ডিসেম্বর, বিকাল ৩ ঘটিকায় পাথরঘাটা আশরাফ আলী রোড সেবা সংলগ্ন দলীয় কার্যালয়ে কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য দীপক ভট্টাচার্য’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি
মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সালাম, মাস্টার জসিম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন দীলিপ কান্তি রুদ্র, এড. তপন কুমার দাশ, স্বপন সিংহ, ওমর ফারুক, এড. উজ্জ্বল দাশ সুজিত, প্রকাশ কুয়ার জৈন, উত্তম দাশ, মোঃ আবু বক্কর, সাধন দাশ, ইমরুল কায়েস, মোঃ এনামুল হক এনাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা তরিকুল্লাহ বাহার, যুবলীগ নেতা সুফী মুহাম্মদ দিদারুল আলম দিদার, আফজাল হোসেন আজু, ছাত্রলীগ নেতা শওকত ওসমান তানজীর প্রমুখ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন বলেন, বাঙালির কাছে বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়, নয় মাসের ত্যাগ, শ্রম ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার শপথের দিন। তাই মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। দেশকে দুর্নীতি মুক্ত করতে না পারলে সীমাহীন ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা মূল্যহীন হয়ে পড়বে।