মহান বিজয় দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গত ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগ। সংগঠনের সভাপতি সাবেক সাংসদ চেমন আরা তৈয়বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনার পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহিদা আকতার জাহান, দীপিকা বড়ুয়া, কল্পনা লালা, রেহেনা ফেরদৌস চৌধুরী, জান্নাত আরা মঞ্জু, যুগ্ম সম্পাদিকা খালেদা আকতার চৌধুরী, এড.পাপড়ি সুলতানা, দপ্তর সম্পাদিকা সি তা বড়ুয়া, প্রচার সম্পাদিকা নিলুফার জাহান, তথ্য ও গবেষষণা সম্পাদিকা তাহমিনা ফৌজিয়া, শ্রমবিষয়ক সম্পাদিকা জীবন আরা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা নিলুফার জাহান বেবী, সদস্য রওশন আকতার হেলেন, মোমেনা আকতার নয়ন,
বিবি জয়নাব, তিষণ সেন, সুলতানা আকতার নিলু, জেবুন্নেসা প্রমুখ। পুষ্পমাল্য নিবেদন শেষে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে। বিজয়ের ৪৮তম বর্ষে শপথ হোক জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও বঙ্গবন্ধু কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ বির্নিমানে সকলকে ঐক্যবদ্ধভাবে ভুমিকা রাখা। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আতার মাগফেরাত কামনা করে নিরবতা পালন করা হয়।