
মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর সকাল ৮টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ জেলা কৃষকলীগ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, সহ সভাপতি সৈয়দ নুরুল আবছার, মোঃ আবদুর রহিম, সাংগাঠনিক সম্পাদক নুরুল হুদা বুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল মোনাফ চৌধুরী, দপ্তর সম্পাদক বাবু হারাধন দাশ গুপ্ত, সম্পাদকমন্ডলীর সদস্য বাবু হরিপদ চৌধুরী, নোয়াব আলী, নাজের ফারুকী, আসিফ ইকবাল, সহ সম্পাদক বাবু সুজন দত্ত, আবুল
হোসেন শুভ, সদস্য মোঃ লুৎফুর রহমান, তাহেজুল ইসলাম, আবুল কাশেম চৌধুরী, আবদুস শাকুর, আলী আশরাফ, শাহাবউদ্দীন আজিজ, নুর মোহাম্মদ প্রমুখ। পুষ্পমাল্য নিবেদন শেষে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভা বক্তারা বলেন মহান বিজয় দিবস বীর বাঙালীর অহংকার। মহান বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু ও সকল শহীদদের আতার মাগফেরাত কামনা করা হয়। বক্তারা বলেন মহান বিজয় দিবসে অঙ্গীকার হোক জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বির্নিমানে স্বাধীনতার স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।