মহান বিজয় দিবস উপলক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সকাল ১০ টা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শহীদদের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় স্মৃতি সৌধে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম আজগর আলী, শাহাদাত হোসাইন, রেজাউল করিম রেজা, জামাল উদ্দিনসহ নেতৃবৃন্দরা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক জহুরুল ইসলাম রেজা’র সভাপতিত্বে ও সদস্য সচিব
এমদাদ হোসাইনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ ৮৮ হাজার মা-বোনের সম্ভমের বিনিয়ে অর্জিত এ মহান বিজয়। কিন্তু স্বাধীনতার ৪৮ বছর অতিক্রম করলেও জাতি আজ পরিপূর্ণভাবে স্বাধীনতা অর্জন করতে পারেনি। যেমন দেশের গুম, খুন, ধর্ষণ ও বিচার বহির্ভুত হত্যাকান্ড বেড়েই চলছে। এ দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায় বিচার নেই বললেই চলে। জনগণের ন্যার্য অধিকার আদায় ও এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় স্বেচ্ছসেবক পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।