মুক্তিযোদ্ধা সমাবেশে বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি এবং চাকুরীজীবী মুক্তিযোদ্ধা চাকুরীর বয়স ৬৫ বছর করার জোর দাবী -হেদায়েতুল বারী বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, চট্টগ্রাম সহ সারাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ, অলিম্বে রাজাকার, আল বদর, আল সামস, মোজাহিদ বাহিনী, শান্তি কমিটি সহ সকল স্বাধীনতা বিরোধী পাকিস্তানী হানাদার
বাহিনীর সহযোগী সকল বাহিনীর সদস্যদের নামের তালিকা প্রকাশ, সারাদেশে ইউনিয়ন পরিষদের বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংরক্ষণ, ’৭২’র সংবিধান, ৪ (চার) রাষ্ট্রীয় মূলনীতির পূর্ণ বাস্তবায়ন, মুক্তিযোদ্ধা জাতীয় পরিচয় পত্র প্রদান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ এর দাবীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগীয় প্রাতিষ্ঠানিক কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ আজাদী গলিস্থ সুপ্রভাত স্টুডিও হলে আজ ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় প্রাতিষ্ঠানিক কমান্ড সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি বীর গেরিলা যোদ্ধা ফজল আহমদ’র
সভাপতিত্বে ও মহাসচিব সিরাজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবস ও বিভিন্ন দাবী চাওয়া নিয়ে আলোচনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, প্রাতিষ্ঠানিক কমান্ড সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: হেদায়েতুল বারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দীন, অধ্যক্ষ এনামুর রশিদ চৌধুরী, অধ্যক্ষ সুকুমার দত্ত, নুরুচ্ছাফা দুলাল, ধীলেন ধর, নুরুল ইসলাম, দয়াল হরি, রেহান উদ্দিন, আয়ুব চৌধুরী, আবু মোহাম্মদ, হাবিবুল্লাহ বাহার, গোলাম মওলা, আবু তাহের, রফিকুল আলম, পুলক কুমার দাশ, বাদশা মিয়া, মিজানুর রহমান মিলন, মোজাম্মেল হক, আবু তাহের মিয়া, বেলায়েত হোসেন চৌধুরী, কলামিষ্ট সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী প্রমুখ।